বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

গাইবান্ধাকে বন্যা দুর্গত জেলা হিসেবে ঘোষনা করার দাবিঃ মাহমুদ হাসান রিপন

গাইবান্ধাকে বন্যা দুর্গত জেলা হিসেবে ঘোষনা করার দাবিঃ মাহমুদ হাসান রিপন

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধাকে বন্যা দুর্গত জেলা হিসেবে ঘোষনা করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহামুদ হাসান রিপন। তিনি গতকাল শনিবার বিকেলে সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের মাদ্রাসা মাঠসহ ৬টি স্থানে বন্যার্ত মানুষদের মাঝে ব্যক্তিগত অর্থায়নে ৩ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের সময় এ কথা বলেন। তিনি আরো বলেন, মানুষ মানুষের জন্য। উপজেলার সবগুলো গ্রাম এখন পানির নিচে।
এছাড়াও তিনি বলেন, চলমান বন্যা গাইবান্ধা জেলার স্মরণকালের রেকর্ড ছাড়িয়ে গেছে। তাই দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সাঘাটার বন্যার্ত মানুষদের পাশে এসে দাড়িয়েছি। অসহায় বন্যার্তদের দুঃখ কষ্ট ভাগাভাগি করতে তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছি। সমাজে যারা বিত্তবান আছেন তাদেরকেও আজ বন্যার্ত মানুষের পাশে দাড়ানোর আহবান জানান মাহমুদ হাসান রিপন। এসময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ারেছ আলী প্রধান, সাধারণ সম্পাদক শামসীল আরেফিন টিটুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com