শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন

উত্তরবঙ্গ বন্যাদুর্গত এলাকা ঘোষনা করার দাবি ঃ আমীর খসরু মাহমুদ চৌধুরী

উত্তরবঙ্গ বন্যাদুর্গত এলাকা ঘোষনা করার দাবি ঃ আমীর খসরু মাহমুদ চৌধুরী

স্টাফ রিপোর্টারঃ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বন্যা দূগর্ত এলাকায় ত্রানের সংকট দেখা দিলেও সরকার বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। বন্যায় কবলিত এলাকায় যে পরিমান সাহায্যে সরকারের পক্ষ থেকে পাওয়া কথা দেওয়া হচ্ছে না। নামে মাত্র ত্রান দিয়ে কোটি কোটি টাকা লুটতারাজ করার ”েষ্টা করা হচ্ছে। আমরা আশা করবো সরকার উত্তরবঙ্গ বন্যা দুর্গত এলাকা ঘোষণা করবে এবং জনগণের পাশে দাঁড়াবে। দুর্ভাগ্য হচ্ছে এই সরকারের যেহেতু কোনো দায়-দায়িত্ব নেই, জনগণের দ্বারা নির্বাচিত নয়; সে কারণে এই দুর্গত মানুষের পাশে দাঁড়াতে তাদের দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে। তিনি আরো বলেন খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্রের মুক্তি দুটাই একই সূত্রে গাঁথা। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বন্যার্ত এলাকা কৃষকদের সার, বীজ এখনও পৌছে দেওয়া হয় নাই। বন্যার্ত কৃষদের মাঝে অতি জরুরী ভাবে বীজ, সার সরবরাহের জন্য আহবান জানান।
গতকাল রবিবার গাইবান্ধা জেলার বন্যা দূর্গত এলাকা ত্রান বিতরনকালে সাংবাদিকদের জবাবে এ সব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপিত আব্দুল খালেদ, সহ-সাংগাঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সৈয়দ জাহাঙ্গীর আলম, রিতা রহমান, সংসদ সদস্য প্রার্থী রংপুর-৩, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ডাঃ মইনুল হাসান সাদিক, সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, ফারুক আলম সরকার প্রমুখ।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com