বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টিজের নির্বাচন আজ ২৭ ডিসেম্বর শুক্রবার নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দু’টি প্যানেলে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি প্যানেলে চেম্বারের বর্তমান সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির নেতৃত্ব দিচ্ছেন। অপরটিতে বিএমএ’র বর্তমান সভাপতি ডাঃ শহীদুজ্জামান হারুন। সাধারণ গ্রুপে ১২টি এবং এসোসিয়েট গ্রুপে ৬টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
শাহজাদা আনোয়ারুল কাদিরের প্যানেলে দু’টি গ্রুপে যারা সাধারণ পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- আব্দুল লতিফ হক্কানী, আনোয়ারুল কাদির ফুল, মোঃ আব্দুর রশিদ, সুদেব কুমার চৌধুরী, মোঃ নওশের আলম, আব্দুস সবুর সরকার, মোঃ মির্জা হাসান, সাইদুর রহমান বাবু, শাহারুল ইসলাম টিটু, খান মোঃ সাঈদ হোসেন জসিম ও সেলিম মিয়া। এছাড়া এসোসিয়েট বিভাগে মোক্তাদিুর রহমান মিঠু, মোঃ সানোয়ার হোসেন, ইমরান কবির শামীম, খন্দকার মোস্তাক আহমেদ, শওকত মির্জা (রোস্তম) ও মোঃ হিলন হায়দার।
অপরদিকে ডাঃ শহীদুজ্জামান হারুনের প্যানেলে সাধারণ গ্রুপে অন্যান্য যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে- মাকছুদার রহমান শাহান, শহিদুল ইসলাম শান্ত, মোঃ নাজির হোসেন প্রধান, মোঃ মোস্তাক আহমেদ রঞ্জু, মোঃ ফরিদুল ইসলাম ফরিদ, মোঃ কামাল হোসেন, মোঃ রেজাউল করিম জেমস্, মোঃ আশাদুল হক আশা, মোঃ ছামিউল আলম লেলিন, খন্দকার মিজানুর রহমান ও মোঃ হাসান মাহমুদ জনি। এছাড়া ওই প্যানেল থেকে এসোসিয়েট গ্রুপে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন- দিলীপ কুমার সাহা, আজাহারুল ইসলাম সঞ্জু, নুর এ হাবিব টিটন, তৌহিদুর রহমান মিলন, রকিবুল হাসান ও পিন্টু ভট্টাচার্য। নির্বাচনকে কেন্দ্র করে উভয় প্যানেলের সদস্যদের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও প্রধান নির্বাচন কমিশনার আসাদুজ্জামান খান বলেন, ভোট গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু এবং শাস্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। আইন শৃংখলা বাহিনীরও সহযোগিতা নেয়া হবে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।