মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতীয় বেতন স্কেলের ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন বৈষম্য নিরসনসহ ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল শনিবার গাইবান্ধা জেলা শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, বিদ্যুৎ কুমার ঘোষ, মোঃ গোলাম রব্বানী, সাদমান হোসেন, জেলাল হোসেন, মেহেদী হাসান প্রমুখ।