সোমবার, ০৫ জুন ২০২৩, ০৭:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুাৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, গাইবান্ধার উদ্যোগে ফুলবাড়ি হত্যাকান্ড দিবস উপলক্ষে গতকাল বুধবার স্থানীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জাতীয় কমিটি গাইবান্ধার আহ্বায়ক শাহাদৎ হোসেন লাকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেমে বক্তব্য রাখেন জাতীয় কমিটির গাইবান্ধার সদস্য সচিব আবু রাইয়ান শফিউল্যাহ, বাসদ মার্কসবাদী পাঠচক্র ফোরাম জেলা আহ্বায়ক মঞ্জুর আলম মিঠু, সিপিবি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তপন কুমার বর্মন, বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী,বাসদ মার্কসবাদী সদস্য নীলুফার জেসমিন শিল্পী, জেলা জেএসডি সভাপতি লাসেন খান রিন্টু, এ্যাড, মোস্তফা মনিরুজ্জামান, ওয়াকার্স পার্টি জেলা সম্পাদক রেবতী বর্মণ প্রমুখ।