মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গতকাল গাইবান্ধা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে চেক বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন শাহের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান্যান শাহ সারোয়ার কবীর ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু প্রমুখ।
হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় ও দুঃস্থ মানুষের চিকিৎসা সহায়তার জন্য জটিল রোগীদের আর্থিক সহায়তা প্রদান করছেন। অনুষ্ঠানে মারাত্মক ছয়টি রোগে আক্রান্ত ৪৮ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার জন্য ২৪ লাখ টাকার চেক বিতরণ করেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি।