সোমবার, ২৯ মে ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় পাঁচ দফা বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পাঁচ দফা বন্যায় মোট ক্ষতির পরিমাণ ৯৫ কোটি ৮৮ লাখ ২৭ হাজার টাকা বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।
এর মধ্যে সর্বশেষ পঞ্চম দফায় ৬৭ কোটি ৯৩ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ফসলের ক্ষতি হয়েছে। এর আগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় দফায় বন্যায় ২৭ কোটি ৯৫ লাখ টাকা ২ হাজার টাকার ফসলের ক্ষতি হয়।
কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, তৃতীয় পর্যায়ের বন্যায় গাইবান্ধার সাত উপজেলায় ১৭ হাজার ১৬০ হেক্টর জমির আমন, মাস কালাই ও শাক সবজির ক্ষেত পানিতে নিমজ্জিত হয়। এর মধ্যে ৫ হাজার ৯৯৭ হেক্টর জমির ফসল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু গোবিন্দগঞ্জ উপজেলাতেই ২ হাজার ১৬২ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে।
অপরদিকে প্রথম ও দ্বিতীয় দফা বন্যায় ২ হাজার ৫৩৪ হেক্টর জমির আমন বীজতলা, রোপা আমন, আউশ ধান ও শাক সবজির ক্ষতি হয়।