শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:৫১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গত রোববার সন্ধ্যায় চারদিনব্যাপী আব্দুর রউফ সাজু স্মৃতি টেবিল টেনিস টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর এ হাবিব টিটন।
টেবিল টেনিস খেলোয়াড় সমিতির সভাপতি মোমিনুল হক মামুনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক জহুরুল কাইযুম, গাইবান্ধা টেবিল টেনিস সংস্থার সভাপতি অমিতাভ দাশ হিমুন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মমতাজুর রহমান বাবু, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সদস্য গোলাম মারুফ মনা ও পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি। অনুষ্ঠান পরিচালনা করেন রাশেদুল হক প্রধান পিন্টু। টুর্নামেন্টে ৫টি বিভাগে ৭০জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।