সোমবার, ২৯ মে ২০২৩, ০১:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সাপমারা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত শিক্ষা ব্যাবস্থা উন্নত আধুনিক ও শিক্ষার মান উন্নয়নের কৃতিত্ব একমাত্র প্রধানমন্ত্রীর -মাহমুদ হাসান রিপন এমপি সুন্দরগঞ্জে সাব প্রাণী সম্পদ কল্যাণ কেন্দ্রের বেহালদশাঃ গ্রাম গঞ্জে পশু ডাক্তারের নামে হাতুড়ে ডাক্তারের ছড়াছড়ি গাইবান্ধায় আওয়ামীলীগের ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন সাঘাটায় রেকর্ডভুক্ত জমিতে ব্রীজ নিমার্ণ কাজে বাধাঁ প্রদান করায় ঠিকাদার কর্তৃক থানায় অভিযোগ কলেজপাড়ায় পৌর নাগরিকদের সভা নলডাঙ্গায় নবীন ও বসন্ত বরণ অনুষ্ঠান গাইবান্ধায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা গাইবান্ধায় মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন গোবিন্দগঞ্জে সরকারি বই বিক্রিকালে জনতার হাতে শিক্ষক-কর্মচারী আটক

৩ বছর ধরে চিকিৎসক নেই দারিয়াপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে

৩ বছর ধরে চিকিৎসক নেই দারিয়াপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে

দারিয়াপুর প্রতিনিধিঃ ৩ বছর ধরে চিকিৎসক নেই দারিয়াপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে। তাই প্রতিনিয়ত চিকিৎসা নিতে আসা মানুষদের চিকিৎসা দিচ্ছেন ডাক্তারের বদলে ফার্মাসিস্ট মোঃ রেজাউল কবীর। ফলে উপযুক্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার প্রায় ৫০ হাজার মানুষ।
গত ৩ বছর ধরে এভাবেই চলছে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরের একমাত্র উপ-স্বাস্থ্য কেন্দ্রটি। তাই এখানকার মানুষের একমাত্র ভরসা ফার্মাসিস্ট।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন খোলাহাটী, ঘাগোয়া, মালিবাড়ী ও গিদারী ইউনিয়নের সাধারণ মানুষ। এলাকাবাসী মনে করেন, সরকার দ্রুত চিকিৎসক সংকট দুর করে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করবেন এমনটাই প্রত্যাশা তাদের।
জানা গেছে, দারিয়াপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুল ফেরদৌসী ২০১৭ সালের জুন মাসে চলে যাওয়ার পর থেকে ওই পদটি আজ অবধি শূণ্য পড়ে রয়েছে। এরপর উপ-সহকারি কমিনিটি মেডিকেল অফিসার দিয়ে উপ-স্বাস্থ্য কেন্দ্রটিতে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হতো। সর্বশেষ তিনিও ২০১৯ সালের ৩০ মে অবসর নিয়ে চলে যাওয়ায় বর্তমানে উপ-স্বাস্থ্য কেন্দ্রটিতে ১জন ফার্মাসিস্ট ও ১জন এমএলএস দায়িত্ব পালন করছেন।
গতকাল সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, রোগীদের দীর্ঘ লাইন। আর এসব রোগীদের এক এক করে চিকিৎসা দিচ্ছেন ফার্মাসিস্ট মোঃ রেজাউল কবীর। আর তাকে সহযোগীতা করছেন এমএলএস জমিলা বেগম।
নানাবিধ জটিল রোগে আক্রান্ত হয়ে এই উপ-স্বাস্থ্য কেন্দ্রে গড়ে প্রতিদিন ১০০/১৫০ জন শিশু, নারী-পুরুষ চিকিৎসা সেবা নিতে আসেন। কিন্তু এখানে কোন মেডিকেল অফিসার না থাকায় তারা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মনে করেন স্থানীয় বাসিন্দা স্কুল শিক্ষক সাদেকুল ইসলাম।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com