সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৪ পূর্বাহ্ন

২০০০ কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়কের গাইবান্ধার ৪টি সড়ক ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২০০০ কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়কের গাইবান্ধার ৪টি সড়ক ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টাফ রিপোর্টারঃ ২০০০ কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়কের মধ্যে গতকাল বুধবার ঢাকার গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালীতে গাইবান্ধা জেলার ৪টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এ উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও সড়ক বিভাগের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, পুলিশ সুপার মোঃ কামাল হোসেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফিরোজ আকতার, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ রেজওয়ান হোসেন, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, পৌরসভার প্যানেল মেয়র মোঃ শহীদ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ রবিউল হাসান, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন প্রমুখ।
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ-নাকাইহাট, ধুবনী-বেলকা, দাড়িয়াপুর-কামারজানি ও গোবিন্দগঞ্জ-জয়পুরহাটের এই ৪টি সড়কে ৫২ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজে প্রায় ১শ’ ৪৮ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com