রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জ উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ৯ বস্তা সরকারি চালসহ শফিকুল ইসলাম (৩৩) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক শফিকুল ইসলাম জয়পুরহাটের কালাই থানার দুদার গ্রামের কছিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শফিকুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস গ্রামের ওয়াহাব সরকারের ছেলে সাইফুলের বাড়ি থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির সরকারি চাল কেনেন। কেনার পর সেগুলো ভ্যানে করে নিয়ে যাচ্ছিলেন। এসময় ওই ব্যবসায়ীকে ৯ বস্তা চালসহ আটক করে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক শফিকুল ইসলামসহ ঘটনায় জড়িতদের নামে সরকারি চাল আত্মসাতের অভিযোগে ব্যবস্থা নেয়া হবে।