সোমবার, ২৯ মে ২০২৩, ০২:৩৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও জিইডি ফাউন্ডেশনের যুগপূর্তি এবং হেপাটাইটিস বি-ভাইরাস প্রতিরোধে গাইবান্ধা জেলা সদর হাসপাতাল মিলনায়তনে গতকাল ভ্যাকসিনেশন কর্মসূচীর উপর এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বেসরকারী সংস্থা জিইডি ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মসূচীর শুরুতে বিশ্বের আলোচিত করোনা ভাইরাস ও হেপাটাইটিস বি-ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনমুলক এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। জিইডি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ গোলাম মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মিজানুর রহমান, প্রকৌশলী মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ রেজাউল করিম রেজা প্রমুখ। এর আগে জেলা হাসপাতাল চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে।