সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা জেলা ইউনিটের চেয়ারম্যান ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি’র এবং রেডক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ নাইমুল ইসলাম শিল্পু শারীরিক সুস্থ্যতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। গতকাল বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা জেলা ইউনিটের উদ্যোগে দোয়া মাহফিলে অংশ নেন জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ও রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য মৃদুল মোস্তাফী ঝন্টু, জেলা রেডক্রিসেন্ট সোসাইটি সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব, রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য মোছাঃ সুলতানা ইসলাম ডলি, রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য মোজাম্মেল হক ঝিলাম, রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য আ স ম রেজাউন্নবী রাজু সহ অন্যান্য কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।