সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:০৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে গতকাল বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গাইবান্ধা জেলা শাখা ও বাংলাদেশ হিন্দু যুব পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে কুমিল্লার মুরাদ নগরে সাম্প্রদায়িক হামলা, প্রতিমা ভাংচুর, লুটপাট ও ধর্ম অবমাননার অজুহাতে বিভিন্ন শিক্ষার্থীদের বহিস্কারের প্রতিবাদে এবং ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে ১ ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠত হয়েছে।
বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গাইবান্ধা জেলা শাখা আহবায়ক শ্যামল কুমার দাস, বিপুল কুমার দাস, পবন কুমার দাস, স্বপন রায়, স্বজনী চন্দ্র রায়, ননি গোপাল সরকার, পবিত্র চন্দ্র শীল, মিলন কুমার চক্রবর্তী, বিপুল চন্দ্র রায় প্রমুখ।