শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আর্থ সামাজিক বিষয়ে ১২দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল সমাজসেবা ভবন মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক প্রামানিকের সভাপতিত্বে সমাজসেবা বিভাগের সহকারি পরিচালক মিজানুর রহমান মল্লিক, সদর উপজেলা সমাজসেবা বিভাগের নাসির উদ্দিন, হিজড়া সম্প্রদায়রে নেত্রী মৌ খাতুন সহ অন্যান্য কর্মকর্তা গণ। এই প্রশিক্ষণ কর্মশালায় পিছিয়ে পড়াজনগোষ্ঠী হিজড়া সম্প্রদায়ের ৩০ জন অংশ নেয়।