মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে সমাজ সেবা কার্যালয়ের মিলনায়তনে গতকাল মঙ্গলবার হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর ১২ দিন ব্যাপী আর্থসামাজিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের রেজিষ্ট্রেশন অফিসার মোঃ মিজানুর রহমান মল্লিক, গাইবান্ধা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবেদুর রহমান স্বপন সহ অন্যান্য কর্মকর্তাগণ। কর্মশালায় ৫০ জন হিজড়া প্রশিক্ষণ অংশ নেয়।