বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় তৃতীয় লিঙ্গ হিজড়া জনগোষ্ঠীর মাঝে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে করোনাকালীন সময়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা ও তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনডিসি এসএম ফয়েজ উদ্দিন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসির উদ্দিন শাহ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, সাংবাদিক রিকতু প্রসাদ, হিজড়া নেত্রী মৌ খাতুন প্রমুখ। অনুষ্ঠানে ৭০ জন হিজড়ার মধ্যে একটি করে কম্বল ও এক প্যাকেট করে গুঁড়ো দুধ বিতরণ করা হয়।