মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার নিজস্ব ট্রেনিং সেন্টারে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ২ সপ্তাহ ব্যাপী আর্থ সামাজিক রিফ্রেশার্স প্রশিক্ষণের উদ্বোধন করে জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ সেবা বিভাগের সহকারি পরিচালক মোঃ কামরুল হাসান সরকার, সমাজ সেবা বিভাগের অফিসার মোঃ মিজানুর রহমান মল্লিক, মৌ রানী প্রমুখ। এই কর্মশালায় ২ সপ্তাহ ব্যাপী ৪০ জন হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রিফ্রেশার্স প্রশিক্ষণের অংশ নিচ্ছে।