বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার বিশিষ্ট ব্যবসায়ী হাসান আলী হত্যার বিচারের দাবিতে আগামীকাল ২৪মে’র গণঅবস্থান কর্মসূচির সফল করতে গতকাল শনিবার ‘হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ’ এর উদ্যোগে শহরের দাস বেকারী মোড়, পৌর কার্যালয়ের সামনে এবং পুরাতন বাজারসহ বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভাগুলোতে বক্তব্য রাখেন হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ গাইবান্ধার সমন্বয়ক আমিনুল ইসলাম গোলাপ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, জেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের সম্বয়ক মনজুর আলম মিঠু, কাজী আবু রাহেন শফিউল্যাহ, অ্যাডঃ মোস্তফা মনিরুজ্জামান, ফিরোজ কবির রানা প্রমুখ।
বক্তারা হাসান হত্যার জন্য দায়ী সদর থানার ওসি’র অপসারণসহ ৪ দফা দাবি অবিলম্বে মেনে নেয়ার জন্য জোড় দাবি জানান। সেইসাথে আগামীকাল ২৪ মে সকাল ১১টায় গণঅবস্থান কর্মসূচিতে সকল শ্রেণিপেশার মানুষকে যোগ দেয়ার জন্য গাইবান্ধাবাসীর প্রতি আহবান জানান।