শনিবার, ১০ জুন ২০২৩, ০৯:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ ৮০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ঘোষিত তফশিল মোতাবেক গতকাল মঙ্গলবার ছিল মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন। নিধারিত সময়ের মধ্যে ৮০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান ৮ জন, সংরক্ষিত আসনের নারী সদস্য ২১ জন এবং সাধারন সদস্য ৫১ জন। চেয়ারম্যান পদে যারা মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মঞ্জরুল হক মঞ্জু, বিএনপি সর্মথিত প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মোজাহারুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি, আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান আসাদ, মোশাররফ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী জাহিদ খান, হারুন আর রশিদ, আব্দুল্লাহ আল মুনছুর।
উপজেলা নির্বাচন অফিস ও রিটানিং অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে, আগামী ১৫ জুন উপজেলার তিস্তার চরাঞ্চলে অবস্থিত হরিপুর ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফশীল মোতাবেক ১৯ মে যাচাই বাছাই এবং ২৬ মে মনোনয়নপত্র প্রত্যাহার। মোট কেন্দ্রের সংখ্যা ৯টি এবং কক্ষের সংখ্য ৫৬টি। এর মধ্যে অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ২২টি। মোট ভোট সংখ্যা ১৬ হাজার ৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৯৫৪ এবং নারী ভোটার ৮ হাজার ১১৬ জন। ইউনিয়নের ৯টি ভোটকেন্দ্রর মধ্যে ৭টি কেন্দ্র দুর্গম চরাঞ্চলে অবস্থিত। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।