বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:২৬ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীর হরিনাবাড়ীতে এক ফার্নিসারের দোকানে রহস্যজনক অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, পলাশবাড়ী উপজেলার ৯নং হরিনাথপুর ইউনিয়নে হরিনাবাড়ী পুলিশ ফাঁড়ির সন্নিকটে বিশ বৎসরের পুরাতন জিহান ফার্নিসারে এক রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফার্নিসার মালিক জিল্লুর রহমানের স্ত্রী জানান, আমার দাদার আমল থেকেই আমরা মিস্ত্রী পেশায় জড়িত। আমার বাবাও মিস্ত্রি ছিল। আমি বিশ বৎসর পূর্বে হরিনাবাড়ী বাজারে ফার্নিসারের দোকান দিয়ে সুনামের সহিত ঢাকাসহ বিভিন্ন জায়গায় মালামাল সরবরাহ করে আসছি। ইতিপূর্বে মার্কেটের চাহিদা অনুযায়ী আমার ব্যক্তিগত তহবিল থেকে ব্যবসা চালানোর মত সক্ষমতা ছিল না। তাই গ্রামীণ ব্যাংক, টিএমএসএস ও একটি বাড়ী একটি খামার প্রকল্প থেকে ঋণ গ্রহণ করে ব্যবসা চালিয়ে আসছি। একদিন পরই আড়াই লক্ষ টাকার মালামাল ডেলিভারী দেওয়ার কথা ছিল। হঠাৎ করে গত ১৯ মার্চ রাত ৩ টার দিকে এলাকার লোকজন ফার্নিসারে আগুন দেখতে পায় এবং এক ব্যক্তির মোবাইল ফোনে খবর পেয়ে আমি বাসা থেকে ঘটনাস্থলে এসে জলন্ত আগুন দেখতে পাই। এলাকার লোকজন কেহই জলন্ত আগুনের কাছে আসতে সাহস পায় নাই। ফলে আমার বিভিন্ন মেশিন, ক্যাশবাক্সে থাকা নগদ ২০ হাজার টাকা, রেডিমেট তৈরী বিভিন্ন ফার্নিসার পুড়ে ছাই হয়। বর্তমানে ২ ছেলে ২ মেয়ে নিয়ে আগামী দিন গুলো কিভাবে পার হবে সে চিন্তায় দিশেহারা হয়ে পড়েছি।