বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৮ অপরাহ্ন

হরিনাবাড়ীতে ত্রাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

হরিনাবাড়ীতে ত্রাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়ী উপজেলার ৯নং হরিনাথপুর ইউনিয়নের হরিনাবাড়ী গ্রাম ও ৮নং মনোহরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষ ত্রাণের দাবিতে গতকাল হরিনাবাড়ী বাজারে বিকেল ৫ টায় এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। উক্ত মানববন্ধন চলাকালে কর্মসূচীতে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টির নেতা মোঃ রুহুল আমিন প্রধান, শ্রী সন্তোষ চন্দ্র শীল, আইয়ুব আলী, মোঃ আঃ রউফ প্রমুখ। বক্তারা বলেন, দেড়মাস অতিবাহিত হলেও লকডাউনের কারণে কর্মহীন হতদরিদ্র ও ক্ষুদ্র ব্যবসায়িদের মাঝে কোন ত্রাণ বিতরণ করা হয় নাই। যে টুকু বিতরণ করা হইয়াছে তাহা সরকার দলীয় লোকদের ও মেম্বর চেয়ারম্যানদের কতিপয় লোকছাড়া প্রকৃত হকদার ও পাওনাদারের মধ্যে বিলি করা হয় নাই। এলাকার অনেকেই অনাহারে অর্ধাহারে অসহায়ভাবে দিন কাটাইতেছে। উক্ত মানববন্ধন কর্মসূচীতে এলাকার হতদরিদ্র কর্মহীন ব্যক্তিবর্গ ও ক্ষুদ্র ব্যবসায়িদের মধ্যে অবিলম্বে খাদ্য সহায়তা প্রদানের জোরদাবী জানানো হয়। সেই সাথে ত্রাণ লুটেরাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com