শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে গতকাল গাইবান্ধায় জেলা পর্যায়ের কর্মসূচীর অংশ হিসেবে শহরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। সকালে স্বাধীনতা প্রাঙ্গন থেকে র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা পুলিশ সুপার প্রকৌশলী মুহাম্মদ তৌহিদুল ইসলাম, বিটিভি প্রতিনিধি আবেদুর রহমান স্বপন, এসকেএস প্রতিনিধি মোঃ আশরাফ আলী, রেডক্রিসেন্ট প্রতিনিধি গোলাম মোস্তফা প্রমুখ।
এর আগে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে হাতধোয়া প্রদর্শন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা বয়সের লোকজন অংশ নেয়।