রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৪:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গতকাল রোববার দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর সিদ্দিক স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক মোকছেদ চৌধুরী, শহর বিএনপির যুগ্ম আহবায়ক রুবেল, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সদর যুবদলের আহবায়ক ইউনুস আলী দুখু, সদস্য সচিব আল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মাহমুদুল হক মামুন, শরিফুল ইসলাম, সাহারুল ইসলাম সুমন, সুইট বকসী, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, রাজিউল আলম রনি, তারেকুজ্জামান তারেক, ইমাম হাসান আলাল, সুজন পাটোয়ারী, সোহাগ মিয়া, নয়ন মিয়া, সাইফুল ইসলাম, মশিউর রহমান, আফজাল হোসেন, মমিন মন্ডল, লিপেজ মিয়া, শরিফুল ইসলাম, শামীম মিয়া প্রমুখ।