সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে প্ষ্পুমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর সিদ্দিক স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা আলমগীর সাদুল্যা দুদু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, সদর থানা বিএনপির আহবায়ক খন্দকার ওমর ফারুক সেলু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম রুবেল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হুনান হক্কানী, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, আবু নাসের টিপু, শাহারুল ইসলাম সুমন, সোয়েব হক্কানী, ফরহাদ আহমেদ, রঞ্জু আহমেদ, মামুন মিয়া, নয়ন মিয়া, শামীম আহমেদ, সোহেল রানা প্রমুখ।