বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:০৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, দিন দিন আক্রান্ত সংখ্যা বেড়ে যাচ্ছে। সে কারনে সরকারের শর্তসাপেক্ষে সীমিত পরিষরে নিদিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্য সম্মত বিধি নিশ্চিত করে গণপরিবহন চলাচল করতে পারবেন। তিনি বলেন, প্রানঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বিস্তার রোধে প্রত্যেকের মধ্যে সামাজিক দুরুত্ব বজায় রাখতে নিশ্চিত করতে স্ব-স্ব অবস্থান থেকে এই মহামারীর বিরুদ্ধে সর্বোচ্ছ গুরুত্ব দিতে হবে। এই করানো ভাইরাস থেকে যত দিন স্বাভাবিক জীবন ফিরে আসবে না ততদিন আমাদের সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। তিনি বলেন, করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্থ সকল শ্রেনী পেশার মানুষের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি অসহায় ও দুঃস্থ মানুষের জন্যে যে ত্রান দেয়া হচ্ছে তা সঠিক ভাবে নিদিষ্ট সময়ের মধ্যে বিতরণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। অন্যথায় কোন অনিয়ম হলে প্রশাসানিক ব্যবস্থা নেয়া হবে।
তিনি গতকাল রোববার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রন কমিটির সকল কর্মকর্তা ও জন প্রতিনিধি, বাস ট্রাক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন। এসময় জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন, পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সরোয়ার কবির, বাস মালিক সমিতি’র সভাপতি কাজী মকবুল হোসেন, সাধারণ সম্পাদক নাজিবুল্যাহ আমিন নান্নু, শ্রমিক ইউনিয়নের নির্বাহী সভাপতি ময়নুল হক সরকার, সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র সহ অন্যান্য কর্মকর্তা গণ।