সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৮ অপরাহ্ন

স্বাস্থ্যসেবা নিয়ে অবহিতকরণ কর্মশাল

স্বাস্থ্যসেবা নিয়ে অবহিতকরণ কর্মশাল

স্টাফ রিপোর্টারঃ বেসরকারি সংস্থা ইকো-সোশাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন- ইএসডিও এর আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ বিষয়ে কর্মশালা গতকাল গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
গাইবান্ধা পৌরসভার মেয়র মোঃ মতলুবর রহমানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইএসডিও গাইবান্ধা প্রজেক্টর ম্যানেজার মোঃ আব্দুস সামাদ, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, গাইবান্ধা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সরোয়ার হোসেন চঞ্চল, ডাঃ ফাতেমাতুজ জোহরা, ডাঃ আসমিয়া রিফা, বোয়ালী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু, গিদারী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ইদু প্রমুখ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com