বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:৩৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ স্বাধীনতা সূবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠান আয়োজনের বিষয়ে গতকাল সোমবার এক প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আবদুল মতিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছাঃ রোখছানা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদেকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হোসেন আলী, ডিআই ওয়ান মোঃ আফজাল হোসেন, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, পৌরসভার প্যানেল মেয়র মোঃ শহীদ আহমেদ প্রমুখ।
সভায় আগামী ১৬ই ডিসেম্বর সারাদেশে একযোগে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বিকাল ৪টায় গাইবান্ধা স্টেডিয়ামে শপথ বাক্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।