সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:৫৯ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে অভ’তপূর্ব উন্নয়ন ঘটিয়ে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার উন্নতশীল দেশের মর্যাদায় পৌছে দিচ্ছে। আর স্বাধীনতা বিরোধী শক্তি উন্নয়ন সহ্য করতে না পেরে তারা দেশ অস্থিতিশীল করতে বারবার নানা ধরণের গুজব ছড়াচ্ছেন। কিন্তু জনগন তাদের কোনও গুজবে কান দেয়নি ভবিষ্যতেও দিবে না। গত মঙ্গলবার উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ডাকবাংলা বটতলা গোল চত্বরে ডাকবাংলা- জুমারবাড়ী রাস্তা (চেইঃ০০-৪৯৭৫মিঃ) পর্যন্ত উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্টেরর আওতায় ৫ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ঠিকাদার প্রতিষ্ঠান ম্যাক ইঞ্জিনিয়ারিং লিঃ রাস্তাটির উন্নয়ন কাজ সম্পন্ন করবে। এসময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, জেলা নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমূখ।