শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ঐতিহাসিক ৭ই মার্চ, ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২৫ মার্চ গণ হত্যা দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহনের জন্য এক প্রস্তুতি মূলক সভা গতকাল গাইবান্ধা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। সভায় বিস্তারিত আলোচনার পর প্রতিটি দিবসে আলোচনা সভা, বঙ্গবন্ধুর ম্যূরাল, শহীদ মিনার, বিজয় স্তম্ভ, স্মৃতি স্তম্ভ এ যথাযোগ্য মর্যাদায় পূস্পমাল্য ও পুস্প স্তবক অর্পন, বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষন প্রচার, কেক কাটা, আলোক সজ্জা, শিশুদের জন্য চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধা সম্বর্ধনা, মসজিদে দোয়া মাহফিল, মন্দির, গির্জাসহ অন্যান্য উপাসানালয়ে সুবিধা মত সময়ে বিশেষ প্রার্থনা, প্রতিটি সরকারি- বে-সরকারি অফিস আদালত সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাসা বাড়ি, ব্যবসা কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন, হাসাতাল, জেল খানা ও শিশু পরিবাবরের উন্নত মানের খাবার পরিবেশনসহ নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।
এই প্রস্তুতি মূলক সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আওহাদ গাওয়ারী, পৌর মেয়র মোঃ মতলুবুর রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ আলী আকবর, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, সাংগঠনি সম্পাদক মৃদুল মুস্তাফি ঝন্টু, ছাত্রলীগের সভাপতি মোঃ আসিফ সরকার, সাংবাদিক আবেদুর রহমান স্বপন, মোঃ আব্দুস ছাত্তার প্রমুখ।