সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৬:০৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ মহান স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপন উপলক্ষে গাইবান্ধা পৌরসভার আয়োজনে গত মঙ্গলবার রাতে পৌর এলাকার পুরাতন টেলিফোন অফিস চত্বরে ওয়ার্ড পর্যায়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ সর্দার আসাদুজ্জামান হাসু।
উক্ত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ওয়াশিকার মোঃ ইকবাল মাজু, বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউনিট কমান্ডার মাহমুদুল হক শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম টুকু। এছাড়া বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন সরকার, পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ সাবিনা বেগম প্রমুখ।