বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৫:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গতকাল রোববার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ইভেন্ট সমূহের রংপুর বিভাগীয় আহবায়ক অধ্যাপক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা ও সঞ্চালক ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল ও সহযোগী সঞ্চালক ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মঞ্জুর মোর্শেদ বাবু। শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ রচনা প্রতিযোগিতায় দুইজন, চিত্রাংকন প্রতিযোগিতায় দুইজন ও কুইজ প্রতিযোগিতায় ১২ জনকে পুরস্কার প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে অংশগ্রণকারিদের মধ্যে ২০ জনকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।