শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রী সেলিনা আকতারের ধর্ষণকারী ইদুল মিয়াকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বুধবার গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পশ্চিম হরিপুর স্কুল মাঠে সচেতন এলাকাবাসি মানববন্ধন এক মানববন্ধন কর্মসূচী পালন করে।
মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার সাধারণ স¤পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সাধারণ স¤পাদক রাহেলা সিদ্দিকা, সচেতন অবিভাবক নাজমুল হক খান টিমু, ভিকটিমের মা জয়গুন বেগম, উম্মে নিলুফার তিন্নি, মাসুম আলী প্রমুখ।
বক্তারা বলেন, গত ৩০ এপ্রিল ধর্ষণের ঘটনায় কোর্টে মামলা দায়ের করার পর আজও আসামী ধরাছোঁয়ার বাইরে। তাই ধর্ষক ইদুল মিয়াকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।