সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৭ পূর্বাহ্ন

সুরবানী সংসদের জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান

সুরবানী সংসদের জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টারঃ মহান বিজয় দিবস উপলক্ষে গাইবান্ধার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান সুরবানী সংসদের উদ্যোগে জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে গত বুধবার রাতে সংগঠন কার্যালয়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম। অনুষ্ঠানের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা সকল নিহতদের স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানের অতিথি ও আমন্ত্রিত শিল্পীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুরবানী সংসদের সংগীত প্রশিক্ষক মনোরঞ্জন সাহা, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান চান, জাহিদুল ইসলাম, নৃত্য প্রশিক্ষক রবিউল ইসলাম স্বপন, দেবী রাণী সাহা ও লাবণ্য।
সংগঠনের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি কবি সরোজ দেব ও সোহেব হোসেন মনা, অধ্যাপক জহুরুল কাইয়ুম, সম্মিলিত আলমগীর কবির বাদল, সাইফুল আলম সাকা, জিয়াউল হক জনি, আব্দুর রউফ প্রমুখ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com