রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বহুমাত্রিক লেখক, বিশিষ্ট সংস্কৃতজন আবু জাফর সাবু’র স্মরণানুষ্ঠান রয়েছ হৃদয় আঙিনায় গত শনিবার অনুষ্ঠিত হয়। সুরবানী সংসদ এই অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মুশফিকুর রহমান মন্ডার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা পৌরসভার মেয়র মোঃ মতলুবর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কে.এম রেজাউল হক।
দেবী সাহার সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মাঝে স্মৃতিচারন করে বক্তব্য রাখেন ফারুক শিয়র চিনু, সাইফুল আলম সাকা, অমিতাভ দাশ হিমুন, চুনি ইসলাম, আলমগীর কবির বাদল, আরিফুল ইসলাম বাবু, শহীদুল্যাহেল কবির ফারুক, কামরুজ্জামান চান।
এছাড়া প্রয়াত আবু জাফর সাবু’র পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাঁর সহ-ধর্মিনী সুফিয়া খাতুন শেফা।