সোমবার, ২৯ মে ২০২৩, ০২:২১ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও জিংকসমৃদ্ধ বিনা ধান-২০ এর শস্য কর্তন এবং মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরমাণু কৃষি ঘবেষণা ইনস্টিটিউট রংপুর উপকেন্দ্রের আয়োজনে ও সুন্দরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এবং চর উত্তরাঞ্চল শস্য নিবিড়তা কর্মসুবির অর্থায়নে গত বৃহস্পতিবার উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার পাচঁগাছি গ্রামের কৃষক রফিকুল ইসলামের উঠানে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান, মোহাম্মদ আলী, সাদেক হোসেন, নিশিকান্ত সরকার, রফিকুল ইসলাম প্রমুখ।