বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৭ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে ঘোষিত তফশিল মোতাবেক গতকাল মঙ্গলবার মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদের প্রার্থীদের মনোননয়পত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এতে মেয়র প্রার্থী জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মাজেদা বেগমের মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান। অপরদিকে ৭ জন মেয়র প্রার্থী, ১১ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৩৩ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেছেন তিনি। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।