মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:২৪ অপরাহ্ন

সুন্দরগঞ্জ তিস্তা গিলে খাচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি

সুন্দরগঞ্জ তিস্তা গিলে খাচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ তিস্তার পানি কমতে শুরু করলেও বিভিন্ন চরে দেখা দিয়েছে তীব্র ভাঙন । অব্যাহত ভাঙনে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর, বেলকা, তারাপুর, চন্ডিপুর শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের বসতবাড়ি, আবাদি জমি, বিভিন্ন প্রতিষ্ঠান, হাট-বাজার, রাস্তাঘাট নদীগর্ভে বিলিন হচ্ছে। গত এক সপ্তাহের ব্যবধানে হরিপুর ইউনিয়নের কাশিম বাজার, পাড়া সাদুয়া, চরমাদারী পাড়া, লখিয়ার পাড়, মাদারীপাড়া এলাকায় অব্যাহত ভাঙনে শতাধিক বসতবাড়ি ও ১০০ হেক্টর ফসলি জমি নদীগর্ভে বিলিন হয়েছে। হরিপুর ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি জানান, কাশিম বাজার, পাড়া সাদুয়া, চরমাদারী পাড়া, লখিয়ার পাড়, মাদারীপাড়া এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। পানি যতই কমছে ভাঙন ততই বাড়ছে। ইতিমধ্যে ওই এলাকার ২টি মসজিদ নদীগর্ভে বিলিন হয়েছে। ভাঙনের মুখে পড়েছে শতাধিক বসতবাড়ি ও হাজারও একর ফসলি জমি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান, চেয়ারম্যানদের মাধ্যমে খোজ নিয়ে জানা গেছে বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। সরকারি বরাদ্দ এবং প্রয়োজনীয় ব্যবস্থার জন্য বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com