শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সাপমারা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত শিক্ষা ব্যাবস্থা উন্নত আধুনিক ও শিক্ষার মান উন্নয়নের কৃতিত্ব একমাত্র প্রধানমন্ত্রীর -মাহমুদ হাসান রিপন এমপি সুন্দরগঞ্জে সাব প্রাণী সম্পদ কল্যাণ কেন্দ্রের বেহালদশাঃ গ্রাম গঞ্জে পশু ডাক্তারের নামে হাতুড়ে ডাক্তারের ছড়াছড়ি গাইবান্ধায় আওয়ামীলীগের ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন সাঘাটায় রেকর্ডভুক্ত জমিতে ব্রীজ নিমার্ণ কাজে বাধাঁ প্রদান করায় ঠিকাদার কর্তৃক থানায় অভিযোগ কলেজপাড়ায় পৌর নাগরিকদের সভা নলডাঙ্গায় নবীন ও বসন্ত বরণ অনুষ্ঠান গাইবান্ধায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা গাইবান্ধায় মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন গোবিন্দগঞ্জে সরকারি বই বিক্রিকালে জনতার হাতে শিক্ষক-কর্মচারী আটক

সুন্দরগঞ্জ তিস্তার পানি বৃদ্ধি ফসলের ক্ষেত ডুবে গেছে

সুন্দরগঞ্জ তিস্তার পানি বৃদ্ধি ফসলের ক্ষেত ডুবে গেছে

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ অবিরাম বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চল এবং নিচু এলাকার বোর ধানসহ নানাবিধ ফসলের ক্ষেত ডুবে গেছে। আধাপাঁকা ধানক্ষেত ডুবে যাওয়ায় কৃষকরা মাথায় হাত দিয়ে বসেছে।
শেষ মহুত্বে এসে প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের এই ক্ষতি কৃষকদের চরম হতাশাগ্রস্থ করে তুলেছে। বিশেষ করে নদী-নালা, খাল-বিল, পুকুর-ডোবা এবং নিচু এলাকার আধা পাঁকা ধানক্ষেত সমুহ হেলে পড়ে পানিতে ডুবে গেছে। অনেক ধানক্ষেত হাটু পানি জমে রয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত হতে গতকাল শুক্রবার পর্যন্ত উপজেলার উপর দিয়ে অবিরাম বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। উজান থেকে দ্রুত পানি নেমে আসায় উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তার নিচু এলাকা সমুহ প্লাবিত হয়ে পড়ছে। সে কারণে চরের বোর ধানসহ পিঁয়াজ, বাদাম, মরিচ, গম, ভুট্টা, তরমুজ ক্ষেত ডুবে যাচ্ছে।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌর সভায় ২৭ হাজার হেক্টর জমিতে বোর ধানের চাষাবাদ হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী প্রায় ১০০হেক্টর জমির ফসল ডুবে গেছে। তবে বেসরকারি হিসাব অনুযায়ী এর পরিমান অনেক বশি।
কাপাসিয়া ইউনিয়নের বাদামের চরের কৃষক আনছার আরী জানান, তিনি ৫ বিঘা জমিতে বোরধান চাষাবাদ করেছে। ইতিমধ্যে তার জমির ধান আধাপাঁকা হয়েছে। হঠাৎ অবিরাম বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে চরের মধ্যে পানি উঠে তার ধানক্ষেত ডুবে গেছে। তার দাবি রাতারাতি উজানের পানি নেমে এসে বোরক্ষেত সম্পন্নরুপে ডুবে যাবে। তিনি আরও বলেন শেষ মৌসুমে এসে এহেন ক্ষতি তার জন্য অনেক কষ্টকর হয়ে দাড়িছে।
হরিপুর ইউনিয়নের কাশিমবাজার এলাকার রফিকুল ইসলাম জানান, তিস্তার পানি হঠাৎ বৃদ্ধির কারনে চরাঞ্চলের পিয়াজ, মরিচ,বাদাম,গম, ভুট্টা, তরমুজসহ নানাবিধ মৌসুমী ফসলের ক্ষেত ডুবে গেছে। তিনি বলেন তার ১ বিঘা জমির পিঁয়াজ ক্ষেত গতকাল শুক্রবার তিস্তার পানি ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে। এতে করে তার ২০ হাজার টাকা লোকসান হবে।
উপজেলা কৃষি অফিসার রাশিদুল করিব জানান, অবিরাম বর্ষণ, উজান থেকে নেমে আসা ঢল এবং কালবৈশাখী ঝড়ো হাওয়ায় নিচু এলাকার ফসলের ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। উপজেলায় প্রায় ১০০ হেক্টার জমির বোর ধান ক্ষেত পানিতে হেলে পড়ে ডুবে গেছে। পানি নেমে গেলে ফসলের তেমন ক্ষতি হবে না। প্রাকৃতিক দুর্যোগে মানুষের আসলে কিছু করার নাই।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com