শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৩ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ অবিরাম বর্ষন এবং ভারত থেকে নেমে আসা ঢলে ডুবে গেছে তিস্তার নিচু এলাকা। গত বুধবার রাত হতে ভারত থেকে নেমে আসা ঢলে সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর, কাপাসিয়া, দহবন্দ, শান্তিরাম, কঞ্চিবাড়ি ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। সেই সাথে দেখা দিয়েছে ভাঙন। সুন্দরগঞ্জ পয়েন্টে বেসরকারি পানি মাপক যন্ত্রের তথ্য মোতাবেক তিস্তার পানি এখনও বিপসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি হু হু করে ধেঁয়ে আসছে। আগামি ২৪ ঘন্টার মধ্যে গোটা চরাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলা কন্টোলরুম সূত্রে জানা গেছে, ডুবে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ৫০০ হেক্টর জমির উঠতি আমনধানসহ অন্যান্য ফসলের ক্ষেত। চরের রাস্তাঘাট ডুবে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ইতিমধ্যে অনেকে আশ্রয় কেন্দ্র, উচ্চ স্থান, শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিতে শুরু করেছে। অনেকে বসতবাড়িতে অবস্থান করছে।
বেলকা চরের শিপন মিয়ার ভাষ্য, তিস্তায় ব্যাপক হারে স্রােত দেখা দিয়েছে, ভেসে আসছে গাছপালাসহ বিভিন্ন জীবযন্ত্রুর মরদেহ। এখনও চরের বসতবাড়িতে পানি ঢুকে নেই। তবে নিচু এলাকা ডুবে গেছে। পানি যে হারে ধেঁেয় আসছে, তাতে করে আশঙ্কা করা যাচ্ছে রাতারাতি চরের বসতবাড়িতে পানি ঢুকে পড়বে। বড় ধরনের বন্যার আশঙ্কা করা হচ্ছে।
হরিপুর ডাঙ্গার চরের রাজ্জাক মিয়া বলেন, তার বসতবাড়ি আঙিনায় পানি ঢুকে পড়েছে। রাত নাগাত ঘরের ভিতরে ঢুকে পড়বে। গত বুধবার রাত হতে বৃষ্টি পড়ছে, পরিজন নিয়ে কষ্টে রয়েছি। এখন পর্যন্ত চেয়ারম্যান ও নেম্বরগণ কোন প্রকার খোঁজ খবর নেয়নি।