সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ঈদ-উল-আজহা ও করোনাকালিন জরুরী সহায়তা হিসেবে সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪২ হাজার ৩৩০টি পরিবারের মধ্যে বিশেষ ভিজিএফ ও জিআর প্রকল্পের আওতায় ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে। এর মধ্যে ১৫টি ইউনিয়নে ২৮ হাজার ৮৯৯টি পরিবারকে ভিজিএফ এবং ৯ হাজার ১৫০টি পরিবারকে জিআর এর বিপরীতে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।
এছাড়া পৌরসভার ৩ হাজার ৮১টি পরিবারকে ভিজিএফ এবং ১ হাজার ২০০ জন পরিবারের মাঝে জিআর এর ১০ মেঃ টন চাল ও ১ লাখ টাকা বিতরণ করা হবে। বেলকা ইউনিয়নে ভিজিএফ ও জিআর এর চাল ট্যাগ অফিসার উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমানের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে কার্যক্রম বিতরণ করা হচ্ছে।