সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:২৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সুন্দরগঞ্জে এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকা-ের প্রধান সমন্বয়কারী ও ইন্টারপোল থেকে রেড নোটিশ জারি করা মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি চন্দন কুমার রায়কে গ্রেপ্তার করেছে র্যাব। হত্যাকা-ের পর তিনি সপরিবারের ভারতে পালিয়ে গিয়েছিলেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, ২০১৬ সালে ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ এলাকায় নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয় তৎকালীন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে। ওই হত্যাকা-ের ঘটনায় নিহতের ছোট বোন সুন্দরগঞ্জ থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ২০১৭ সালের ৩০ এপ্রিল ২০১৭ তারিখ মূল পরিকল্পনাকারী আবদুল কাদের খানসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। যার মধ্যে হত্যাকা-ের প্রধান সমন্বয়কারী চন্দন কুমার রায় ছাড়া বাকি ৭ জন গ্রেপ্তার হয়। পরে ২০১৯ সালের ২৮ নভেম্বর বিচার কার্যক্রম শেষে গ্রেপ্তার ৬ জন এবং পলাতক আসামি চন্দনসহ ৭ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ দেন আদালত। অপর ১ জন আসামি সুবল চন্দ্র কারাগারে বিচারাধীন অবস্থায় মারা যান। পলাতক চন্দন কুমার রায়কে গ্রেপ্তারে ইন্টারপোল থেকে রেড নোটিশ জারি করা হয়।
র্যাব জানায়, হত্যাকা-ের ১৫-১৬ দিন পর চন্দন তার আত্মীয়-স্বজনের সহযোগিতায় পার্শ্ববর্তী দেশ ভারতে আত্মগোপনে ছিলেন। এর আগেও আসামিরা লিটনকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।