সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:৫৮ অপরাহ্ন

সুন্দরগঞ্জে ৬ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৬ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ থানা পুলিশ তাস দিয়ে জুয়া খেলার সময় ৬ জুয়ারীকে হাতে নাতে আটক করেছে। গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি আব্দুল্লাহিল জামানের নির্দেশে এসআই জোবায়ের, এএসআই রেজাউল ও আরিফুল সঙ্গীয় পুলিশ ফোর্সসহ সুন্দরগঞ্জ উপজেলা ও পীরগাছা উপজেলার সীমান্তবর্তী এলাকা নওহাটি চাচিয়া গ্রামের জনৈক রাজু মিয়ার গোয়াল ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৬ জুয়ারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মধ্য বামনজল গ্রামের আব্দুল জব্বারের ছেলে গোলজার (৩৫), পীরগাছা উপজেলার তালেরহাট গ্রামের লাল মিয়ার ছেলে বাবলু মিয়া (৩০), একই উপজেলার তালুককান্দি গ্রামের আকবর আলীর ছেলে আশরাফুল (৩২), আব্দুল মান্নানের ছেলে সজিব (২৫), মোসলেম আলীর ছেলে মিলন মিয়া (২৫) ও আয়নাল মিয়ার ছেলে নুরু মিয়া (৩৩)। থানার ওসি আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জুয়াড়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com