বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:০১ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে ৫ পুলিশ করোনা আক্রান্ত হওয়ায় বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র লকডাউন করেছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটি। এ নিয়ে করোনা আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাড়ালো ১৫ জনে।
উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান সরকার জানান, গত সোমবার বিকেলে আসা নমুনা পরীক্ষার ফলাফলে ৫ পুলিশ করোনা আক্রান্ত হওয়ায় রাত সাড়ে ৮ টার দিকে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র লকডাউন করা হয়েছে। উপজেলায় এ পর্যন্ত মোট ৪৩ জনের করোনা পজেটিভ ফলাফল আসে। চিকিৎসায় পর্যায়ক্রমে ২৭ জন করোনাজয়ী হলে তাদের ছাড়পত্র দেয়া হয়। একজন মারা যায়। বর্তমানে ১৫ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।