সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:২৮ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার ভ্র্যামমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মরুফ ৫ জন জুয়াড়ির প্রত্যেককে ৫ দিনের করে জেল প্রদান করেছেন। গতকাল শুক্রবার সকালে তাঁর কার্যালয়ে প্রত্যেক জুয়াড়িকে ৫ দিনের করে জেল প্রদান করেন বিচারক। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সোনারায় ইউনিয়নে পশ্চিম সোনারায় গ্রামে পুলিশ অভিযান চালিয়ে জুয়াড় আসরে হতে জুয়াড়ি নুরুল হক, মতিয়ার রহমান, আমির হোসেন, মাহাবুর রহমান, ওমার আলীকে গ্রেফতার করেন। পরে তাদেরকে ভ্র্যামমান আদালতে হাজির করা হলে প্রত্যেককে ৫ দিনের করে জেল দেন বিচারক। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, আসামিদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।