সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:২১ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ বাঁচলে কৃষক, বাঁচবে দেশ-উন্নয়নের বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুন্দরগঞ্জ উপজেলার উপজেলার তারাপুর ইউনিয়নের ৫০০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ হস্তান্তর করা হয়েছে। ঢাকা ব্যাংক লিমিটেডের আর্থিক সহায়তায় পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেডের সহযোগিতায় গতকাল তারাপুর ইউনিয়নের জোরা চাতালে কৃষি উপকরণ হস্তান্তর উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, শহিদুল ইসলাম, আনিসুর রহমান, আবুল মান্নান আকন্দ, শাকিল আহমেদ, শ্যামল কুমার সাহা, শফিকুল ইসলাম প্রমূখ।