বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:০৯ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোকলেছুর রহমান সরকারের নেত্রীত্বে এস আই মশিউর রহমান,এস আই হারুন-অর রশিদ,এ এস আই আখতারুজ্জামান সঙ্গীয় ফোর্চ নিয়ে গত রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচগাছি শান্তিরাম গ্রামের মৃত্যু আব্দুল মজিদের পুত্র মোকলেছুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ৪ টি মাঝারী আকারের কাঁচা গাঁজার গাছ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।
জানা গেছে, পলাতক আসামি মোকলেছুর রহমান দীর্ঘদিন থেকে তার নিজ বসত বাড়িতে গাঁজার চাষ করে আসছে। এব্যাপারে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।