সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:০৯ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় সুন্দরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় পর্যাযক্রমে ৪৭২ টি গৃহহীন পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর উপহার হিসাবে ঘরের চাবি হস্তান্তর করা হয়। ঘর পেয়ে গৃহহীন পরিবারের মাঝে আনন্দের বন্যা বইছে। রামজীবন ইউনিয়নের নুর জাহানের সাথে কথা হলে তিনি বলেন আমার মাথা গোজবার ঠাই ছিলনা বাবা। এই ঘর পেয়ে আমি অতি কষ্টের মাঝেও ঠাই পেয়ে অনেক খুশি। বৃদ্ধ জয়নাল বলেন ঘর না থাকায় মানুষের ঘরে দুয়ারে থেকে এই বৃদ্ধ বয়সে হাপিয়ে উঠেছিলাম এই ঘর যেন আমার জন্য আর্ষিবাদ আমি আল্লাহর কাছে প্রধান মন্ত্রীর জন্য দীর্ঘায়ু কামনা করি আল্লাহ যেন তাঁকে যুগ যুগ বেঁচে রাখেন। কথা হয় রামজীবন ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমানের সাথে তিনি বলেন আমার ইউনিয়নে ১২১ টি গৃহহীন পরিবার ঘর পেয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল বলেন কঠর পরিশ্রমের মাধ্যমে এই ঘরগুলি নির্মান করে সুষ্ঠভাবে গৃহহীনদের মাঝে বিতরণ করা হয়। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মারুফ বলেন ৪৭২ টি নির্মিত ঘরের মধ্যে ৪০ টি ঘরের চাবি এখনো হস্তান্তর করা হয়নি। তবে অতি শিঘ্রই ঘরগুলো হস্তান্তর করা হবে। ঘরগুলোর মান অত্যন্ত ভালো হয়েছে।