সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩১ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে ১৪ টি সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

সুন্দরগঞ্জে ১৪ টি সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে সরকারি খরচে মৎস্য চাষ বৃদ্ধি ও বেকার সমস্যা দূরিকরণে ১৪টি সরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৫৭৮ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ পুকুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ-আলম মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেন। এরপর অন্যান্য জলাশয়গুলোতে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণের সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ফজলুল করিম, সমাজসেবা কর্মকর্তা রফিকুজ্জামান, মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবু, খামার ব্যবস্থাপক মশিউর রহমান প্রমূখ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com