সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৭ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার ভ্র্যামমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ ১২জন জুয়াড়ির প্রত্যেককে ৭দিন ও ২ জন মাদকসেবীর প্রত্যেককে ১৫দিনের করে জেল প্রদান করেছেন। গতকাল শুক্রবার তার কার্যালয়ে ১৪ জুয়াড়ি ও মাদকসেবীকে জেল প্রদান করেন বিচারক। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ও শুক্রবার ভোরে উপজেলার সোনারায় ইউনিয়নের বৈদ্যনাথ গ্রামে জুয়াড় আসর এবং পৌর শহরের হাসপাতাল মহল্লায় পুলিশ অভিযান চালিয়ে ১২ জন জুয়াড়ি ও ২ জন মাদকসেবীকে আটক করে। আটককৃতরা হলেন – জুয়াড়ি রনজু মিয়া, আতোয়ার রহমান, রফিকুল ইসলাম, আব্দুর রশিদ মিয়া, সহিদুল ইসলাম, লিচু মিয়া, টিপু সুলতান, মোসতাক আহমেদ, এরশাদুল হক, আব্দুর রউফ মিয়া, নজরুল ইসলাম, মোকছের মিয়া এবং মাদকসেবী মিলন মিয়া, রিপন মিয়া। পরে ভ্র্যামমান আদালতে তাদের জেল প্রদান করেন। থানার সেকেন্ড অফিসার এসআই সেলিম রেজা জানান আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।